চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খালেদার প্যারোলের জন্য কোনো আবেদন করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনো পর্যন্ত কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার মিরপুরে পুলিশ স্টাফ কলেজ আয়োজিত সার্কভুক্ত দেশের পুলিশ সদস্যদের ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো আবেদন করা হয়নি। আবেদন করা হলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

তিনি বলেন, আগামী ৯ এপ্রিল পাবনাতে ৬শ’ ১৪ জন চরমপন্থী আত্মসমর্পণ করতে যাচ্ছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সরকার সব ধরনের সহায়তা করবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে এমন কিছুই হয়নি যে আমেরিকাকে এলার্ট ঘোষণা করতে হবে। কিছু দিন পর পর তারা এ কাজটি করে থাকে। এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কেন তারা এমন করছে তা খতিয়ে দেখা হচ্ছে।