চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খাগড়াছড়িতে তামাকের পরিবর্তে বাদাম চাষ করছে কৃষক

খাগড়াছড়ির নদী তীরবর্তী চরাঞ্চলের জমিগুলোতে তামাকের পরিবর্তে বাদাম চাষ করেছেন কৃষক। ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখছেন তারা। ঝামেলাহীন ও কম খরচে বাদাম চাষ করতে পারায় আগ্রহ বেড়েছে কৃষকের। 

খাগড়াছড়ি জেলা সদর এবং দীঘিনালার নদীর তীরপরবর্তী চরাঞ্চলের বেশিরভাগ জমিতেই এক সময় শুধু তামাক চাষ হতো। কয়েক বছর ধরে অনেক কৃষক তামাক চাষ বাদ দিয়ে বাদাম আবাদ করছেন। কৃষকরা জানান, তামাকের চেয়ে বাদাম চাষে খরচ অনেক কম। নেই কোনো স্বাস্থ্যঝুঁকিও।

গত বছরের তুলনায় এবার খাগড়াছড়িতে বাদামের ভালো ফলন হয়েছে। প্রতি হেক্টর জমিতে বাদাম চাষে খরচ ৮০ হাজার থেকে এক লাখ টাকা। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে দেড় থেকে দুই মেট্রিক টন। প্রতি টন বাদাম বাজারে বিক্রি হচ্ছে এক লাখ ২০ হাজার টাকায়।

চরাঞ্চলের বালুযুক্ত জমিতে বাদাম চাষে কৃষককে নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা নীতি ভূষণ চাকমা।

এবার রবি মৌসুমে খাগড়াছড়িতে ১০০ হেক্টর জমিতে ত্রিদানা, চারদানা এবং চিনাবাদাম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে ১৫০ থেকে ২০০মেট্রিক টন।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে