চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্ষমতায় গেলে বিএনপি কারো প্রতি প্রতিশোধ নেবে না: ফখরুল

ক্ষমতায় গেলে কারো প্রতি প্রতিশোধ নেবে না বলে অঙ্গীকার করেছে বিএনপি৷ মঙ্গলবার রাজধানীর লেকশোর হোটেলে ইশতেহার প্রকাশের আগে এমন অঙ্গীকারের কথা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

মির্জা ফখরুল বলেন: আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি একটি উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চায়৷ দেশের উন্নয়নের জন্য বিএনপির কর্মসূচিগুলো বহুমুখী ও উন্নততর। বিএনপি জনগণের কাছে স্পষ্টভাবে অঙ্গীকার করতে চায়, ক্ষমতায় গেলে কারো ওপরই কোনো প্রকার প্রতিশোধ নেয়া হবে না৷ একটি প্রতিহিংসা মুক্ত এবং সহমর্মী বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।

এ সময় মির্জা ফখরুল আরও বলেন: নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করলে ঐক্যমত্য, সকলের অন্তর্ভুক্তি এবং প্রতিহিংসাহীনতা এই মূলনীতির ভিত্তিতে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে৷ ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’ সংবিধানের এই নীতির ভিত্তিতে সরকার পরিচালনায় যাবতীয় পদক্ষেপের ভিত্তি হবে রাষ্ট্রের মালিকদের মালিকানা সুদৃঢ় করা। শুধুমাত্র নির্বাচনে জেতা দলের মানুষের নয়। এই মালিকানায় সকল দল, ব্যক্তি ও মতাদর্শ অন্তর্ভুক্ত হবে৷

রাজধানীর লেকশোর হোটেলে আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের ইশতেহার ঘোষণা করেছে।