চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্লপের মাঠে অনেকটা এগিয়ে থাকলেন গার্দিওলা

লড়াইটা ছিল লিভারপুল ও ম্যানচেস্টার সিটির। লড়াই ছিল দুদলের নেপথ্যের নায়ক দুই ক্ষুরধার মস্তিষ্ক ইয়ূর্গেন ক্লপ ও পেপ গার্দিওলার। তাতে ক্লপের মাঠ অ্যানফিল্ডে অনেকটা এগিয়ে থেকে দারুণ এক জয় তুলে ফিরেছেন গার্দিওলা।

লিভারপুলকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থানে আরও শক্ত খুঁটি গেড়েছে ম্যানচেস্টার সিটি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ম্যাচের ৩৭ মিনিটে ইলকাই গুনডোগান পেনাল্টি জালে জড়াতে না পারার যে হতাশা এনেছিলেন। পরে জোড়া গোল করে সেটির প্রায়শ্চিত্ত করেছেন ভালোমতোই।

গোলশূন্য প্রথমার্ধের পর ফিরে ম্যাচের ৪৯ মিনিটে অতিথিদের এগিয়ে দেন গুনডোগানই। ৬৩ মিনিটে পেনাল্টিতে সেটি শোধ করেছিলেন মোহামেদ সালাহ। সেই শেষ। এরপর শুধু সিটিজেনদের গোলগাঁথা।

গুনডোগান ম্যানসিটিকে আবারও এগিয়ে নেন ৭৩ মিনিটে। বলের যোগানদাতা ছিলেন ফিল ফোডেন।

তিন মিনিট পর বের্নাদো সিলভার বানিয়ে দেয়া বলে রাহিম স্টার্লিং, এবং ৮৩ মিনিটে গ্যাব্রিয়েল জেসাসের ক্রসে ফোডেন গোল আদায় করলে বড় জয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি।

এই জয়ে ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ইংলিশ টেবিলের শীর্ষে আরও শক্তপোক্ত হয়ে বসে থাকল ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলে ৪০ পয়েন্টে চারে লিভারপুল।