চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ক্রিকেটে ফিরতে সবার সমর্থন চান সাকিব

‘যেভাবে আপনারা আমাকে সমর্থন করে এসেছেন, বাংলাদেশের সব ক্রিকেট ভক্তরা, বাংলাদেশের সব মানুষরা, বিসিবি, সরকার থেকে শুরু করে মিডিয়া সবাই, আপনারা আমাকে যেভাবে সমর্থন করে এসেছেন, আমার ভালো ও খারাপ সময়ে। আশা করি এই সমর্থনটা থাকবে। আর এই সমর্থনটা যদি থাকে, আমি খুব শীঘ্রই ক্রিকেটে ফিরতে পারবো। এবং, আগের থেকে আরও শক্তিশালী ও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।’

জুয়াড়ির সঙ্গে যোগাযোগের তথ্য গোপন করে ২ বছরের জন্য ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথাই বললেন সাকিব আল হাসান।

ক্রিকেটে এক যুগ কাটিয়ে দেয়া সাকিবকে বড্ড অচেনা লাগছিল তখন। যিনি কিনা বাংলাদেশকে এনে দিয়েছেন গৌরবের নানা উপলক্ষ। সেই সাকিবকে ছাড়া পথ চলতে হবে বাংলাদেশকে।

সাকিবের পাশে দাঁড়িয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দুঃসময়ে সবাইকে এ ক্রিকেটারের পাশে থাকতে।

‘আমাদের সকলকে এখন সাকিবের পাশে থাকা দরকার। ওর এখন অত্যন্ত খারাপ সময় যাচ্ছে, ওকে আমরা বলতে চাই ভেঙ্গে পড়ার কোনো কারণ নেই। দুর্নীতি দমন ইউনিটকে ও যে সাহায্য করার ঘোষণা দিয়েছে, ওটা করে যাক। আমরা ওর পাশে থাকবো, যখন যেভাবে সাহায্য করা দরকার আমরা করবো, বিসিবি তার পাশে থাকবে। আশাকরি খুব শীঘ্রই সে আমাদের ক্রিকেটে ফিরবে এবং বাংলাদেশকে আরও অনেক বড় অবস্থানে নিয়ে যাবে।’