চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্যামেরুনে রেল দুর্ঘটনায় নিহত অর্ধশতাধিক

আফ্রিকার দেশ ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক। নিহতের সংখ্যা বাড়ার আশংকা করছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় রেডিওতে দেশটির পরিবহনমন্ত্রী এডগার আলাইন মেবে নেগো’ও বলেন, ‘ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে থেকে বাণিজ্যিক রাজধানী দৌয়ালায় যাওয়ার সময় ইসেকা শহরের রেলস্টেশনের কাছে স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টার দিকে লাইনচ্যুত হয়ে উল্টে যায় ট্রেনটি।’

অন্যদিনের তুলনায় গতি বেশি থাকা আন্তঃনগর যাত্রীবাহী ট্রেনটির লাইনচ্যুত হওয়ার কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের একজন সাংবাদিক ছিলেন ওই ট্রেনেরই যাত্রী। ট্রেনের সামনের দিকের এক বগিতে করে যাচ্ছিলেন তিনি।

ওই সাংবাদিক বলেন, “বিকট একটা শব্দ হলো। আমি পেছনে তাকিয়ে দেখি, আমাদের পেছনে থাকা বগিগুলো লাইন থেকে সরে গড়াতে গড়াতে পড়ে যাচ্ছে।’’

রয়টার্সের সাংবাদিক জানান, ইয়াউন্ডে থেকে ছাড়ার আগে একজন রেলকর্মী তাকে বলেন, অতিরিক্ত যাত্রী নেয়ার জন্য আরও কয়েকটি অতিরিক্ত বগি ট্রেনে যুক্ত করা হচ্ছে। তবে দুর্ঘটনায় এই অতিরিক্ত যাত্রী বহন কোনো ভূমিকা রেখেছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারণে ভূমিধসে ক্যামেরুনের বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।