চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোহলি-বুমরাহ’র লড়াইয়ের পরও এগিয়ে প্রোটিয়ারা

ব্যাট হাতে অধিনায়ক বিরাট কোহলি এবং পরে বল হাতে জাসপ্রিত বুমরাহর চ্যালেঞ্জের পরও সেঞ্চুরিয়ন টেস্টে এগিয়ে থাকল সাউথ আফ্রিকাই। প্রথমে এক দফা বৃষ্টি ও পরে আলোস্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ২ উইকেটে ৯০ রান করেছে স্বাগতিকরা।

ডি ভিলিয়ার্স ৫০ এবং এলগার ৩৬ রানে অপরাজিত আছেন। প্রোটিয়ারা ৮ উইকেট হাতে রেখে এগিয়ে আছে ১১৮ রানে।

সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা দেয় ভারত। মার্করাম ও আমলাকে তুলে নিয়ে জোড়া আঘাত হানেন বুমরাহ। দলের ১ রানে প্রথম ও ৩ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় প্রোটিয়াদের। এরপরই এলগারকে নিয়ে প্রতিরোধের দেয়াল তোলেন এবি। যেটা দিন শেষেও অক্ষত।

এর আগে প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার ৩৩৫ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩০৭ রানে। স্বাগতিকদের চেয়ে ২৮ রানে পিছিয়ে ইনিংস শেষ করে ভারত। কোহলি ১৫৩ রানের অসাধারণ ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন।

সাউথ আফ্রিকার পক্ষে মরনে মরকেল ৪টি উইকেট নেন।