চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কলকাতায় অনন্যা পুরস্কার পেলেন আঁখি আলমগীর

কলকাতার প্রসিদ্ধ যোধপুর পার্ক ফেস্টিভালে এ বছর থেকে শুরু হয়েছে একদিনের জন্য ‘বাংলাদেশ দিবস’ উদযাপন। ৫ জানুয়ারি এবারের উৎসবের উদ্বোধনে ছিলেন বাংলাদেশের স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

উৎসবে বাংলাদেশের জন্য নির্ধারিত দিনে আঁখি আলমগীর পেয়েছেন অনন্যা পুরস্কারের সম্মাননা। এছাড়াও সেদিন উৎসবে সম্মানিত হয়েছেন নাশিদ কামাল, স্বপ্নীল সজীব ও আইয়ুব বাচ্চু।

মঙ্গলবার (৯ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভক্তদেরকে এ খবর আঁখি জানিয়েছেন বেশ কিছু ছবি ও ছোট্ট একটি ক্যাপশনের মাধ্যমে। ইংরেজি ভাষায় লেখা আঁখির বার্তাটি পাঠকদের জন্য তুলে ধরা হল-

‘মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম ও প্রখ্যাত লেখক শীর্ষেন্দু মুখার্জির কাছ থেকে যোধপুর পার্ক ফেস্টিভালের ‘বাংলাদেশী নাইট’ এ অনন্যা কৃতিত্ব সম্মান নেয়ার সময়… এরপর প্রায় দেড় ঘণ্টা অসম্ভব ভালো শ্রোতাদের সামনে পারফর্ম করি। ধন্যবাদ কলকাতা আমাকে এতটা সম্মান আর ভালোবাসা দেয়ার জন্য। সৃষ্টিকর্তা আর আপনাদের প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা।

চ্যানেল আই অনলাইন- আঁখি আলমগীরের ফেসবুক পোস্ট
                                                         আঁখি আলমগীরের ফেসবুক পোস্ট
চ্যানেল আই অনলাইন- যোধপুর পার্ক ফেস্টিভাল
                                                                      যোধপুর পার্ক ফেস্টিভাল
চ্যানেল আই অনলাইন- দেড় ঘণ্টা দর্শক-শ্রোতাকে মাতিয়েছেন আঁখি
                                               দেড় ঘণ্টা দর্শক-শ্রোতাকে মাতিয়েছেন আঁখি