চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোম্যানের বার্সেলোনা এখন পাঁচে

স্প্যানিশ লিগ টেবিলের নিচের দিকে ঘুরপাক খেতে থাকা, এমনকি একসময় অবনমন অঞ্চলের দলের সাথে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে আনা বার্সেলোনা এখন পাঁচে! টেবিলের শীর্ষের দল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দারুণ এক জয় তুলে ঊর্ধ্বমুখী যাত্রা করেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। জর্ডি আলবা ও ফ্রেঙ্কি ডি ইয়ং গোল দুটি আনেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দারুণ এ জয়ে ১২ রাউন্ড খেলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে এখন বার্সেলোনা। হেরে শীর্ষস্থান হারানো সোসিয়েদাদ ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। ১১ ম্যাচে তাদের সমান পয়েন্টে গোলপার্থক্যে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ, ১৩ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ তিনে। ২২ পয়েন্ট নিয়ে চারে ভিয়ারিয়াল।

বুধবার রাতের সাফল্যে অন্তত দুমাস পর টানা দুই জয়ের স্বাদ পেল বার্সা। যদিও ২০ মিনিটে পিছিয়ে পড়েই শুরু ছিল তাদের। অতিথিদের উইলিয়ান গোল করে বসলে ধাক্কা আসে।

সেটি ফিরিয়ে দিতে চার মিনিটের অপেক্ষা। ম্যাচের ৩১ মিনিটে সমতা আনেন আলবা। স্বস্তি ফেরে।

পরে বিরতির আগেই লিড নিয়ে ফেলে উজ্জীবিত বার্সা। ৪৩ মিনিটে আলবার বাড়ানো বলে কোম্যানের মুখে হাসি আনেন ডি ইয়ং।

দ্বিতীয়ার্ধে ফিরে প্রতিপক্ষকে চাপে রাখা বার্সা আর গোল আদায় করতে পারেনি। অতিথিরাও পারেনি পয়েন্ট কাড়ার গোলটি আনতে। পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।