চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোকোর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি: ফখরুল

বিএনপি চেয়ারপার্সন কারাবন্দি খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘‘মানসিক নির্যাতনের কারণে কোকোর মৃত্যু হয়েছে। জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার আওয়ামী লীগ ও তাদের দোসরদের ধারাবাহিক চক্রান্তের শিকার কোকো। নির্যাতন সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়েছে।’’

বৃহস্পতিবার নয়াপল্টনে আরাফাত রহমান কোকো’র চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে ফখরুল এসব কথা বলেন।

এর আগে সকালে বনানী কবরস্থানে কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ। বেলা ১১ টায় নয়াপল্টনে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিনি বলেন, ‘‘আরাফাত রহমান কোকো কোনো রাজনীতিবিদ ছিলেন না। তিনি একজন ক্রীড়া অনুরাগী ও ক্রীড়া সংগঠক ছিলেন। রাজনীতি থেকে দূরে থেকে ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে কাজ করেছেন। বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে তার অবদান জাতি স্মরণ করবে। কোকোর মৃত্যু স্বাভাবিক হয়নি। তাকে মানসিকভাবে নির্যাতন করে মৃত্যূর দিকে ঠেলে দেওয়া হয়েছে৷’’

‘‘জিয়ার পরিবার, জাতীয়তাবাদের ধারক ও বাহক ও জাতীয়বাদী শক্তির উপর তারা (আওয়ামী লীগ) বারবার আঘাত করেছে। তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিলো। খালেদা জিয়াকে দীর্ঘদিন করাগারে আটকে রেখেছে। তারেক রহমানকে নির্যাতন করেছে। কোকোর উপর নির্যাতন করে মৃত্যুর পথ রচনা করেছে।’’

তিনি বলেন,আওয়ামী লীগকে পরাজিত করতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

বিএনপি মহাসচিব আরো বলেন, আওয়ামী লীগ গণ শত্রুতে পরিণত হয়েছে৷ তাই তারা জনগণের ভোটের ধার ধারে না।

এসময় অতিদ্রুত আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতেই খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে অমানবিকভাবে।

একদিন এর বিরুদ্ধ জনগণ রুখে দাঁড়াবে। আমরা ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবোই।