চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কে হচ্ছেন বরিস জনসনের উত্তরসূরী

পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত কয়েক দিনে জনসনের মন্ত্রিসভার প্রভাবশালী কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন। তাতে বরিস জনসনের পদত্যাগ করা ছাড়া উপায় নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বরিস জনসন পদত্যাগ করলে কে হচ্ছেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাণিজ্যমন্ত্রী পেনি মোরড্যান্ট। ভাল নেতৃত্ব, চৌকস ব্যক্তিত্ব এবং ব্রেক্সিট এর পক্ষে অবস্থান তাকে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে রেখেছে। তার পরেই আছেন সদ্য সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক।

তাদের পরে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে জুয়াড়িরাও ব্যস্ত। এবছরের শেষে আগাম নির্বাচন করার বিষয়েও তারা আলোচনা জোরদার করেছে।