চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কেনা ভ্যাকসিনের প্রথম চালান আসছে সোমবার

ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে কেনা ৩ কোটি ডোজ ভ্যাকসিনের প্রথম চালানে ৫০ লাখ ডোজ আগামীকাল সোমবার আসছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, সোমবার বেলা দেড়টার দিকে একটি ফ্লাইটে করে এই ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেয়েছে দেশে উদ্ভাবিত প্রথম আরটি-পিসিআর টেস্ট কিট। করোনাভাইরাস শনাক্তকরণের এ কিট উদ্ভাবন করেছে বাংলাদেশি বায়োটেক কোম্পানি ওএমসি হেলথকেয়ার (প্রা.) লি.।

প্রতিষ্ঠানটি বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম শতভাগ মেনে এবং ইউএস সিডিসি নির্দেশিকা অনুযায়ী তৈরি করা হয়েছে এ কিট।

বাংলাদেশ ঔষধ প্রশাসন গত ৩ জানুয়ারি বাণিজ্যিকভাবে উৎপাদন এবং সরবরাহের অনুমোদন দিয়েছে। এতে ৩০ থেকে ৪০ শতাংশ কম খরচে পরীক্ষা করা সম্ভব হবে।