চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কৃষিহীন হবে ঢাকা জেলা

শিল্পায়নের কারণে ঢাকা জেলাকে কৃষি ম্যাপ থেকে বাইরে রাখা হচ্ছে, আগামী দশ বছরের মধ্যে এই জেলাতে কোনো কৃষি থাকবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

শুক্রবার দুপুরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আয়োজনে বার্ষিক বোটানিক্যাল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবারের প্রতিপাদ্য ‘প্ল্যান্ট সায়েন্সেস, চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটি’।

মন্ত্রী আরো বলেন, শিল্পায়ন না হলে দেশের শ্রম শক্তিকে কাজে লাগানো যাবে না। সরকারের হাইব্রিড শস্য উৎপাদন সিদ্ধান্ত ঠিক ছিল। হাইব্রিড সবজি উৎপাদনের কারণে দেশের মানুষ আজ বার মাস সবজি পাচ্ছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ন।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ফারজানা ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অনান্যরা।

কনফারেন্সের পাশাপাশি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে দু’দিনের মেলারও আয়োজন করা হয়েছে।