চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুয়েত মৈত্রী হলে অবশেষে ভোটগ্রহণ শুরু

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে খালি ব্যালট বাক্স দেখিয়ে সকাল ১১টা ১০ মিনিটে কুয়েত মৈত্রী হলে নতুনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সিলযুক্ত ব্যালটের একটি ব্যাগ পাওয়ার ঘটনায় ওই হলের প্রাধ্যক্ষ ড. শবনম জাহানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার সকালে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ব্যালট পেপারে আগে থেকে সিল মারা থাকার কারণে বিক্ষোভরত শিক্ষার্থীরা ভোট বর্জন করে