চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুষ্টিয়ায় ভাতা কার্ড নিয়ে নানা অনিয়ম, দুর্নীতি

কুষ্টিয়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা কার্ড নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। টাকা দিয়েও কার্ড পাওয়া যায়নি এমন অভিযোগ অনেকেরই।

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট কদমতলা এলাকার বাসিন্দা সুরত আলী। বয়স নব্বইয়ের কাছাকাছি। বছর খানেক আগে বয়স্কভাতার কার্ড পেতে ১ হাজার টাকা অগ্রিম দেন স্থানীয় এক জনপ্রতিনিধির হাতে। এখনও তার ভাগ্যে কার্ড জোটেনি।

ভুক্তভোগীরা বলছেন, এ চিত্র সারা জেলার। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা কার্ড নিয়ে সবখানে চলছে অনিয়ম ও দুর্নীতি।

সমাজ সেবা অধিদপ্তর বলছে, ভাতার কার্ডের ভাগাভাগি নিয়ে স্থানীয় রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধিদের দ্বন্দ্বের কারণেই শতভাগ সুষ্ঠু তালিকা তৈরি সম্ভব হচ্ছে না।

২০১৭-১৮ অর্থবছরে কুষ্টিয়া জেলায় ৬ উপজেলায় চলতি বছর বয়স্কভাতার জন্য ৫ হাজার ৫৩০টি, প্রতিবন্ধী ভাতার জন্য ১ হাজার ৪১৫টি এবং বিধবা ভাতার জন্য ২ হাজার ১৬৬টি কার্ড বরাদ্দ দেয়া হয় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে। কার্ডগুলো প্রতিটি ইউনিয়নের জনসংখ্যা অনুপাতে ভাগ করে দেয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে