চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বেগুন চাষে সফল কুষ্টিয়ার আকছেদ আলী

বেগুন চাষ করে এবার আশাতীত সাফল্য পেয়েছেন কুষ্টিয়ার মিরপুরের কৃষক আকছেদ আলী। এবারই প্রথম তামাকের পরিবর্তে বেগুন চাষ করেছেন তিনি।

মিরপুর উপজেলার মশান গ্রামের কৃষক আকছেদ আলী তার ৩২ শতক জমিতে বেশ কয়েক বছর ধরে তামাক চাষ করে আসছিলেন। পরে কৃষি বিভাগের পরামর্শে এ বছর তামাকের পরিবর্তে হাইব্রিড আইরেট জাতের বেগুন চাষ করেছেন। ৩২ হাজার টাকা খরচ করে ইতোমধ্যে ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন তিনি।

আকছেদ আলীর দেখাদেখি আশপাশের এলাকার অনেক কৃষক তামাকের পরিবর্তে বেগুন চাষ শুরু করেছেন। আইরেট জাতের বেগুন উচ্চফলনশীল হওয়ায় আগ্রহ রয়েছে কৃষকের।

আইরেটজাতের বেগুন চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে মাঠ দিবসসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: