চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুমিল্লা নির্বাচনে বিএনপির বিজয় দুঃশাসনের বিরুদ্ধে গণবিজয়: বিএনপি

কুমিল্লা সিটি করপোরেশনে বিএনপি প্রার্থীর বিজয়কে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গণবিজয় বলে দাবি করছে বিএনপি। দলটির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ শুক্রবার বিকেলে পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন।

রিজভী আহমেদ দাবি করে বলেন, কুমিল্লা নির্বাচন সুষ্ঠু হয়নি। সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন আন্তরিক ছিলো না। একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

তার দাবি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে ভোটারদের উপস্থিতি অনেক বেশি হতো। এর আগে কুমিল্লা নির্বাচনে ৭০% ভোট গণনা হলেও এবার হয়েছে ৬৩%। শান্তিপূর্ণ নির্বাচন হলে অর্ধলক্ষাধিক বেশি ভোটের ব্যবধানে ক্ষমতাসীনদের পরাজয় হতো।

রিজভী অারো বলেন, এতো কিছুর মধ্যেও আওয়ামী সন্ত্রাসীদের ভয়-ভীতি উপেক্ষা করে জনগণ নানান কৌশল অবলম্বন করে দুঃশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে। এই বিজয় জনগণের বলে মন্তব্য করেন রিজভী আহমেদ।