চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুমিল্লায় বাসে পেট্রোলবোমা হামলায় ৭ জন দগ্ধ

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলায় ৭ জন দগ্ধ হয়েছেন।

ইউনিক পরিবহনের বাসটি ঢাকা থেকে রাঙ্গামাটি যাচ্ছিলো। মঙ্গলবার রাত ১টার দিকে বাসটি চান্দিনার বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্রের কাছে পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে (৪০), রাঙ্গামাটির সুমন চন্দ্র নাথ (২৪), খোকন চাকমা, গোপালগঞ্জ সদরের ইমরান মিয়া(২৮), নারায়ণগঞ্জের লাভলী আক্তার ও রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষক সঞ্জিত শর্মা (৪৩)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, ঘটনার পরপর আমরা ঘটনাস্থলে যাই এবং আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠাই।

তাৎক্ষনিকভাবে বিষয়টি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ বা যান্ত্রিক ত্রুটি বলে ধারণা করা হয়েছিলো। কিন্তু প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে, দুবৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় এ ঘটনায় ঘটেছে।

গাড়ি চালক সিরাজুল ইসলাম জানান, গাড়ি চান্দিনা বাস স্টেশন অতিক্রম করে উপজেলা গেইট ও পাট গবেষণা কেন্দ্রের সামনে আসার পর হঠাৎ বিকট শব্দ হয় এবং আগুন জ্বলতে শুরু করে। তাৎক্ষনিকভাবে হেলপারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলেও তিনি জানান।

হামলায় গাড়ির সামনের অংশের বাম দিকের ২টি সিটে আগুন ধরে গেলে ওই সিটের দুই যাত্রী বেশি আহত হন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন আরও ৫ জন।

আহতদের চিকিৎসার জন্য প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে রঞ্জিত ও অঞ্জন দে’র এর অবস্থার অবনতি ঘটলে তাদেরকে ঢামেকের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ইমরান, খোকন ও শ্যামল কুমিল্লায় ভর্তি রয়েছেন। এছাড়া জহিরুল ইসলাম ও লাভলি প্রাথমিক চিকিৎসা নিয়ে নারায়ণগঞ্জে চলে যান।