চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুকুরের খাবার খেয়েও কোর্টে অদম্য সেরেনা

কোর্টে নামার কয়েক ঘণ্টা আগে নিজের পোষা কুকুরের চিপসের স্বাদ নিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। ফলটা ভালো হয়নি। উল্টো পেট খারাপ হয়ে কোর্টে নামাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। পরে অবশ্য নির্ধারিত সময়ের আগেই সেরে ওঠেন তিনি। কোর্টে নেমে মার্কিন কৃষ্ণকলি নিশ্চিত করেন ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালও।

কুকুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়াটা সেরেনার খেলায় ভালোই প্রভাবই ফেলেছিল। প্রথম সেট জিততে ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। স্বদেশী তরুণী ক্রিস্টিনা ম্যাকহেলের কাছে প্রায়ই হেরেই যাচ্ছিলেন। ৬-৬ গেমে সমতা থাকার পর টাইব্রেকারের (৯-৭) জয়ে প্রথম সেটের বাধা পার করেন।

দ্বিতীয় সেটেই স্বরুপে ফেরেন সেরেনা। ম্যাকহেলকে ৬-১ গেমে উড়িয়ে দিয়েই শেষ আটে পা রাখেন তিনি। সেমিফাইনালে উঠার ম্যাচে তার প্রতিপক্ষ সাবেক দুই নাম্বার তারকা রাশিয়ান সভেৎলেনা কুজনেৎসোভা। স্বদেশী ডারিয়া গারিলোভা হারিয়ে শেষ আটে উঠেছেন সভেৎলেনা।

কুকুরের খাবার খাওয়ার ব্যাপারে সেরেনা বলেন, দেখ মনে হলো ভালোই তো, এক চামচ চেখে দেখি। এরপরই যা হওয়ার তাই হলো। প্রথম দুই ঘণ্টা শুধু টয়লেটে যেতে থাকলাম।