চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কিনেই ‘জাপানি মেসি’কে ছেড়ে দিচ্ছে রিয়াল

প্রাক-মৌসুমে ভালোই নজর কেড়েছেন তাকেফুসো খুবো। তাকে নিয়ে বেশ আশাবাদী রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানও। তবে আপাতত নতুন মৌসুমের পরিকল্পনায় রাখা হচ্ছে না জাপানি মেসিখ্যাত এ মিডফিল্ডারকে। ধারে তাকে ভ্যালাদোলিদে পাঠিয়ে দিতে পারে লস ব্লাঙ্কোসরা।

খুবোর খেলা নিয়ে রিয়ালের খুব একটা সমস্যা নেই। সমস্যা হল ক্লাবটিতে অ-ইউরোপীয় কোটায় খেলোয়াড় আছে এখন পাঁচজন। সর্বোচ্চ তিনজন অ-ইউরোপীয় খেলোয়াড় নিবন্ধিত করতে পারে লা লিগার প্রতিটি দল।

বাকি দুজনকে যুবদল কাস্তিয়াতে খেলানোর ইচ্ছা ছিল রিয়ালের। যার মাঝে খুবো একজন। তাকে নিয়ে কাস্তিয়া কোচ রাউলের বিশেষ পরিকল্পনা থাকলেও ক্লাবের এক কিংবদন্তির ডাক উপেক্ষা করতে পারেনি রিয়াল।

স্প্যানিশ ক্লাব ভ্যালাদোলিদের মালিক রিয়ালেরই একসময়ের ঘরের ছেলে রোনাল্ডো। সাবেক ক্লাবের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী সাবেক ফরোয়ার্ড নিজেই নাকি খুবোকে চেয়েছেন রিয়ালের কাছ থেকে।

যুব দলে খেলানোর চেয়ে কোনো ক্লাবের মূল দলে খেলানোকেই উত্তম মনে করে রিয়ালও সায় দিচ্ছে সেই প্রস্তাবে। তাই রিয়ালের হয়ে মূল প্রতিযোগিতায় আপাতত অভিষেক খানিকটা পিছিয়ে যেতে পারে জাপানি মেসির।