চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কালের সাক্ষী দিনাজপুর রাজবাড়ি

দিনাজপুর জেলার সদর উত্তর-পূর্বে রাজারামপুর গ্রামের সন্নিকটে অবস্থিত। স্থানটি ‘রাজ বাটিকা’ নামে বিশেষভাবে পরিচিত। দিনাজপুর রাজবাড়ি রাজা দিনাজ স্থাপন করেন। অনেকের মতে, পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহীর শাসনামলে ‘রাজা গণেশ’ এই বাড়ির স্থপতি। গুটিকয়েক স্থাপনা ছাড়া বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে। প্রবেশ করলেই বামদিকে দেখা মিলবে উজ্জ্বল রঙ করা কৃষ্ণ মন্দির এবং ডানদিকে রাজবাড়ির বহিঃমহলের কিছু ধ্বংসাবশেষ আছে। রাজবাড়ি প্রধানত তিনটি মহলের সমন্বয়ে গঠিত। আয়না মহল, রাণি মহল ও ঠাকুরবাটি মহল। রাজবাড়ির ভূমির মোট আয়তন ১৬.৪১ একর।  এর পাশাপাশি আরো অপ্রধান কিছু স্থাপনা রয়েছে। যেগুলো জমিদার পরিবারের বিভিন্ন রাজা ও উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত। রাজবাড়ির সীমানার মধ্যে রয়েছে মন্দির, বিশ্রামাগার, দাতব্য চিকিৎসালয়, পানির ট্যাঙ্ক, আমলাদের বাসস্থান, মঠ, বাগান, কাঁচারী ঘর ইত্যাদি। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক স্বীকৃত না হওয়ায় বিশাল স্থাপনাটি অযত্নে অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে।