চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কানে দীর্ঘতম ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে যে ৭ ছবি

প্রশংসা কখনও চেয়ে নেয়া যায় না। ভালো কাজ করে আদায় করে নিতে হয়। একজন মানুষের প্রতি বা তার কাজের প্রতি ভালো লাগা প্রকাশের অনেক মাধ্যম আছে। তবে দাঁড়িয়ে সম্মান প্রকাশের উপরে আর কিছু নেই।

কান চলচ্চিত্র উৎসবে এই প্রচলনটা আছে। কোনো ছবি দেখে যখন দর্শকরা মুগ্ধ হয়ে যান, তখন দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। ঠিক যেমন গত বুধবার (৭ জুলাই) কান চলচ্চিত্র উৎসবে সম্মান পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’।

চলুন জেনে নেয়া যাক কান চলচ্চিত্রের ইতিহাসে দীর্ঘতম ‘স্ট্যান্ডিং ওভেশন’ পাওয়া সিনেমাগুলোর নাম:

ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড (২০১৯): ৭ মিনিট
অল ইজ লস্ট (২০১৩): ৯ মিনিট
ব্ল্যাকান্সম্যান (২০১৮): ১০ মিনিট
ক্যাপারনিয়াম (২০১৮): ১৫ মিনিট
মাড (২০১২): ১৮ মিনিট
ফারেনহাইট নাইন/ইলেভেন (২০০৪): ২০ মিনিট
প্যান’স ল্যাবিরিন্থ (২০০৬): ২২ মিনিট