চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কানাডা ভ্রমণকারীদের কোয়ারেন্টিনের পরামর্শ

কানাডা ভ্রমণকারীদের জন্য  কোয়ারেন্টিনের ও স্ক্রিনিং ব্যবস্থার পরামর্শ দিয়েছেন দেশটির রোগ বিশেষজ্ঞরা।

তারা বলছেন, করোনা হুমকি মোকাবিলা ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের থেকে সুরক্ষার জন্য কানাডিয়ান সরকারকে দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।

ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজির অধ্যাপক কার্স্টেন ফিয়েস্ট বলেন, কানাডায় করোনা পরিস্থিতি নিয়ে এখনই নির্ভার হওয়া যাবে না।

সাম্প্রতিককালে ফেডারেল সরকার সীমানা নিয়ন্ত্রণ প্রয়োজনীয় বলে স্বীকার করার পরে, প্রাদেশিক সরকারগুলি তাদের নিজস্ব শিথিল নিয়ন্ত্রণ আরও কঠোর করে।

দ্য গ্লোব অ্যান্ড মেইল সোমবার জানায়, এপ্রিল মাসে কোভিড-১৯ সংক্রমণের সঙ্গে সংযুক্ত সংস্থাগুলির অভ্যন্তরীণ ভ্রমণ ছিল ৬০ শতাংশেরও বেশি। অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড এবং অন্যান্য প্রিমিয়াররা বারবার অটোয়া সীমান্তে আরও কাজ করার আহ্বান জানিয়েছে এবং প্রধানমন্ত্রী মন্ত্রী জাস্টিন ট্রুডো জোর দিয়ে বলেছেন ইতোমধ্যে অনেক কিছু করা হয়েছে।

করোনা মহামারি শুরুর পর গত বছরের মার্চে কানাডার সরকার অপ্রয়োজনীয় ভ্রমণ এবং ক্রুজ শিপ ছুটির বিরুদ্ধে পরামর্শ দেয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৯৯ হাজার ৫শ ৭২ জন, মৃত্যুবরণ করেছেন ২৪ হাজার ৭শ’ ১৪ জন এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৯৯ হাজার ৮শত ১৯ জন।