চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কল-কারখানার গ্যাসে মংলা সড়কের বৃক্ষগুলো মরে যাচ্ছে

খুলনা-মংলা সড়কে বৃক্ষগুলো মরে যাচ্ছে। কল-কারখানার গ্যাসে এসব বৃক্ষ মারা যাচ্ছে বলে আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। লবণাক্ততা এর জন্য দায়ী বলে মনে করছেন তারা। তবে, পরিবেশ দূষণকারী শিল্প কারখানার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিচ্ছেন পরিবেশ অধিদপ্তর।

খুলনা-মংলা সড়কের সবুজ গাছগুলো এখন পাতাহীন, মৃত কঙ্কালের মতো। স্থানীয়রা বলছেন, শিল্পোন্নয়ন ও মাটিতে লবণাক্ততার মাত্রা বাড়ায় গাছগুলো মরে যাচ্ছে। শিল্প কারখানার ধোয়া ও গ্যাস পুরো এলাকার পরিবেশও বদলে দিচ্ছে। দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে।

বায়ু দূষণ, লবণাক্ততা না অন্য কোন কারণে গাছ মারা যাচ্ছে তা খতিয়ে দেখতে গবেষণা করা দরকার- বলছেন বিশেষজ্ঞরা।

তবে, দূষণকারী শিল্প কারখানার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বলছেন পরিবেশ অধিদপ্তর। এভাবে গাছ মরতে থাকা পরিবেশের জন্য মারাত্মক হুমকি, তাই এখনই চিন্তা করার কথা বলছেন এলাকাবাসী।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-