চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কল্পবিজ্ঞানের মহাকাশযান সদৃশ স্টেডিয়াম

রাশিয়া বিশ্বকাপ: স্টেডিয়াম পরিচিতি-৬

রাশিয়া বিশ্বকাপ-২০১৮’র ম্যাচগুলো হবে ১২টি স্টেডিয়ামে। চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে স্টেডিয়ামগুলোর পরিচিতি। আজ থাকছে সামারা অ্যারেনা, সামারার কথা-

স্টেডিয়ামটির নির্মাণের আগে বিতর্ক হয়েছে বেশ। শুরুতে রাশিয়ার দক্ষিণের মরু অঞ্চলে নির্মাণ করার কথা থাকলেও পরে সরিয়ে নতুন করে তৈরি করা হয় সামারা শহরের উত্তর প্রান্তে। অবস্থান মস্কো থেকে ৬৫৫ মাইল দূরে, ভলগা ও সামারা নদীর তীরে।

স্টেডিয়াম পরিচিতি: লুঝনিকিস্পার্টাকনভগোরোদসারানস্ককাজান

গম্বুজ আকৃতির, ধাতব চেহারার স্টেডিয়ামটিকে হঠাত দেখায় যেকেউ মনে করে বসতে পারেন বুঝি ভিনগ্রহের কোনো মহাকাশযান। সামারায় রাশিয়ার মহাশূন্য গবেষণা কেন্দ্র অবস্থিত। তাই মহাশূন্যযানের মত করেই তৈরি করা হয়েছে স্টেডিয়ামটি।

দ্বিতীয় রাউন্ডের এবং কোয়ার্টার ফাইনালের একটি করে ম্যাচ হবে এখানে। বিশ্বকাপ শেষ হলে এর নতুন নামকরণ করা হবে কসমস অ্যারেনা।

এক নজরে-
সামারা অ্যারেনা, সামারা
ধারণ ক্ষমতা: ৪৪ হাজার ৮০৭ জন
উদ্বোধন: ২০১৮ সালে
বিশ্বকাপে ম্যাচ হবে: ৬টি
উল্লেখযোগ্য ম্যাচ: রাশিয়া-উরুগুয়ে