চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সবচেয়ে সুবিধাজনক অবস্থায় উবার

চলতি বছরের প্রথম প্রান্তিকে মার্কিন বহুজাতিক রাইডশেয়ারিং কোম্পানি উবারের রাজস্ব আয় বেড়েছে। একইসঙ্গে নতুন অর্থায়ন পরিকল্পনায় কোম্পানির বিক্রয় মূল্য বেড়ে ৬ হাজার ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

এক বিবৃতিতে উবার জানায়, বিক্রি বৃদ্ধি পাওয়ায় প্রান্তিকে নিট রাজস্বের পরিমাণ ৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫০ কোটি ডলারে। অন্যদিকে বিক্রি ৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩০ কোটি ডলারে।

উবারের প্রধান নির্বাহী দারা খসরুশাহী জানান, ২০১৮ সালে উবার সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। চালকবিহীন গাড়ি পরীক্ষার কৌশলও পরিবর্তন করতে যাচ্ছে উবার।