চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কলকাতায় পাঁচদিনের বিজয় উৎসব

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনার উদ্যোগে শুরু হয়েছে ৫ দিনের বিজয় উৎসব। ১৫ ডিসেম্বর শুরু হওয়া ‘বাংলাদেশ এর বিজয় উৎসব ২০১৭’ শিরোনামে উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার বিকাল চারটায় উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশে ডেপুটি হাই-কমিশনার তৌফিক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম বীরউত্তম। আরও উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল মান্নান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান স্বীকার করেন আলোচকবৃন্দ।

বাংলাদেশ মিশনে পাঁচ দিনের উৎসবে থাকছে আলোচনা, সংবর্ধনা, সংগীত এবং নৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজন।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনার ৫ দিনের ‘বাংলাদেশ এর বিজয় উৎসব ২০১৭’র মিডিয়া পার্টনার চ্যানেল আই।