চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কর মামলা নিষ্পত্তিতে আরো বেঞ্চ করতে এনবিআরের অনুরোধ

উচ্চ আদালতে ঝুলে থাকা কর মামলা নিষ্পত্তিতে আলাদা আরো বেঞ্চ করার অনুরোধ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। দ্রুত মামলা নিষ্পত্তিতে সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর, শুল্ক ও মুসক সংক্রান্ত প্রায় ২৪ হাজার মামলা বিচারাধীন রয়েছে উচ্চ আদালতে। এতে আটকে আছে প্রায় ৩১ হাজার কোটি টাকার রাজস্ব আদায়। এসব মামলা ব্যবস্থাপনায় রাজস্ব বোর্ডের সাথে অ্যাটর্নি জেনারেল অফিসের কার্যক্রমে আরো গতিশীলতা আনতে আয়োজন করা হয় মতবিনিময় সভা।

ডেপুটি এটর্নি জেনারেল ও সহকারী এটর্নি জেনারেলদের অংশগ্রহণে সভায় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, উচ্চতর আদালতে বিচারাধীন মামলা ব্যস্থাপনা প্রশিক্ষণে জোর দিচ্ছে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, উচ্চ আদালতে ডেডিকেটেড বেঞ্চ তৈরি হয়েছে। সেগুলোর সংখ্যা আরো বাড়ানো দরকার। তাছাড়া আমাদের অ্যানালোগাস মামলা যেগুলো আছে সেগুলোর তালিকা তৈরি করে একই সাথে রায়ের মাধ্যমে সম প্রকৃতির অধিক সংখ্যক মামলার নিষ্পত্তি করা দরকার।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কর আদায় বাড়াতে কর কর্মকর্তাদের সৎ থাকা জরুরি। আপনারা ট্যাক্স আদায় করবেন দেশের উন্নয়নের জন্য। ট্যাক্স আদায়ের ক্ষেত্রে আমরা মামলা মোকদ্দমায় যত রকমের সহায়তা দরকার আমরা দিবো। আমাদের সঙ্গে যোগাযোগ করতে বা দেখা করতে কোনো রকমের দ্বিধা করবেন না।

মামলা নিষ্পত্তিতে আরো বেশি উদ্যোগী হওয়ার আহ্বান তার।

সভায় বড় অংকের রাজস্ব আদায় যোগ্য মামলাগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তির তাগিদ দেয়া হয়।