চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরিতে সরকার কী করছে

পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের আলোচনায় বিজিএমইএ প্রেসিডেন্ট বলেছেন, নিরাপদ কর্মপরিবেশ ছাড়া কোনো কারখানাকে ব্যবসা করতে দেয়া হবে না।

‘শোভন কর্মপরিবেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দ্বিতীয় বারের মতো কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন।

এ উপলক্ষে আলোচনায় শ্রম প্রতিমন্ত্রী জানান, রানা প্লাজা দুর্ঘটনার পর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জনবল ও সক্ষমতা বাড়ানো হয়েছে। শ্রমিকরা যাতে তাদের অধিকার পায় সে জন্য শ্রম আদালত আইন সংশোধনেরও উদ্যোগ নিচ্ছে সরকার।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের অভিযোগ, নিরাপদ কর্মপরিবেশ নিয়ে চাপ দিলেও বিদেশি ক্রেতারা পোশাকের দাম বাড়াচ্ছে না।

তাই তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতারা দাম বাড়ালে সরকার এ খাতের শ্রমিকদের সুযোগ বাড়াতে মালিকদের আরো চাপ দিতে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী।

কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্যের সঠিক তথ্যের উপর জোর দেন আন্তজার্তিক শ্রম সংস্থার প্রতিনিধি।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে বিশ্বমানের গ্রিন ফ্যাক্টরি নির্মাণ বাড়ছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: