চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা: হটলাইনে ২২ ঘণ্টায় ৫০৯ কল

বাংলাদেশে ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবরে হটলাইন নাম্বারে গত ২২ ঘণ্টায় ৫০৯টি ফোন কল এসছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

সোমবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন: করোনা আক্রান্তদের শনাক্তের ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ৫০৯টি কল এসেছে। তার মধ্যে ৪৭৯টি করোনা সংক্রান্ত। তাদের মধ্যে ১৮ জন শারীরিক অসুস্থতার কথা জানিয়ে কল করেছে।

সেই ১৮ জনের মধ্যে থেকে ৪ জনের রক্তের নমুনা টেস্ট করা হয়েছে। কিন্তু কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন: করোনা আক্রান্ত দেশ কিংবা আক্রান্ত কারও সংস্পর্শে না আসলে চিন্তার কিছু নেই। শঙ্কিত বা আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই।

ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিটি হাসপাতাল ও জেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুললে করোনা সংকট হিসেবে দেখা দিবে না বলে আশা প্রকাশ করেছে আইইডিসিআর।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে বাংলাদেশও এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেন।