চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা সন্দেহে ইতালি ফেরত আরেক ব্যক্তি হাসপাতালে

শরীরের তাপমাত্রা বেশি থাকায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ইতালি ফেরত আরেক ব্যক্তিকে বিমানবন্দর থেকে সরাসরি উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে ইতালি থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন ওই ব্যক্তি।

বিমানবন্দরে ৪ টি হেল্থ ডেক্স চালু করা হয়েছে। স্থাপন করা হয়েছে নতুন ২ টি স্ক্যানার।

বুধবার শরীরে তাপমাত্রা বেশি থাকায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ইতালি ফেরত আরেক ব্যক্তিকে বিমানবন্দর থেকে সরাসরি উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

আগের দিন মঙ্গলবার সৌদি আরব থেকে আসা এক দম্পতির শরীরে তাপমাত্রা বেশি থাকায় করোনা সন্দেহে তাদেরকেও সরাসরি হাসপাতালে পাঠানো হয়।

গত সোমবার রাতেও ইতালি, সিঙ্গাপুর ও স্পেন ফেরত তিনজনকে একইভাবে হাসপাতালে পাঠানো হয়।

এই সপ্তাহের শুরুতে প্রথমবারের মতো দেশে ৩ জন করোনা আক্রান্ত রোগীর কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

তাদের মধ্যে দু’জন ইতালি ফেরত প্রবাসী ও একজন তাদের আত্মীয়। পরে তাদের সংস্পর্শে আসা ৪৪ জনকে কোয়ারেন্টাইনে নেয়ার কথা জানায় স্বাস্থ্য বিভাগ।