চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা ভ্যাকসিন নিলেন রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী প্রিন্স ফিলিপ করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। শনিবার তারা ভ্যাকসিন নেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

বিবিসি জানিয়েছে, ৯৪ বছর বয়সী রানী এবং ৯৯ বছর বয়সী ফিলিপ উইন্ডসর ক্যাসেলের রাজপরিবারের ডাক্তারের কাছে ভ্যাকসিন নেন।

তবে তাদের ভ্যাকসিনগ্রহণ সম্পর্কে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

ভুল তথ্য ও জল্পনা-কল্পনা রোধ করতে তথ্য প্রকাশ করা উচিত বলে মনে করেছেন রানী। মহামারি শুরুর পর থেকেই বেশি বয়সের কারণে উইন্ডসরে বেশিরভাগ সময় স্বেচ্ছা আইসোলেশনে থেকেছেন রানী ও ফিলিপ।

এ বছর তারা ইস্টার্ন ইংল্যান্ডের সান্ডিরগ্রাম এস্টেটে তাদের ঐতিহ্যবাহী পারিবারিক ক্রিসমাস আয়োজনও বাতিল করেছেন।

এরই মধ্যে যুক্তরাজ্যে ১৫ লাখ মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন। দেশটিতে এখন ফাইজার অ্যান্ড বায়োএনটেক এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিতরণ চলছে। শিগগিরই শুরু হবে মর্ডানার ভ্যাকসিন বিতরণ। এরই মধ্যে ওষুধ নিয়ন্ত্রকরা তার অনুমতিও দিয়েছেন।

নতুন ধরনের করোনাভাইরাসে যুক্তরাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে। একদিনেই সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৯ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ১০৩৫ জন। দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ৮০ হাজার ৮০০ জনের বেশি।