চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা নিয়ে ব্যঙ্গ করে নিষিদ্ধ, শুরু করতে হবে পড়ালেখা!

গত ফেব্রুয়ারিতে এক এশিয়ানকে করোনাভাইরাসের রোগী বলে মজা করে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিলেন টটেনহ্যাম হটস্পার তারকা ডেলে আলি। চার মাস বাদে সেটির শাস্তিও পেলেন। এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি তাকে ৫০ হাজার পাউন্ড জরিমানা এবং শিক্ষামূলক কোর্সে ভর্তি হতে বলা হয়েছে।

ফেব্রুয়ারিতে বিমানবন্দরে এক এশিয়ান পুরুষের ভিডিও পোস্ট করে খানিকটা মজাই করতে চেয়েছিলেন ডেলে আলি। ভিডিওর শিরোনামে লেখাটা ছিল এরকম, ‘আমাকে ধরতে হলে করোনাভাইরাসকে আরও দ্রুতগামী হতে হবে!’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতেই শুরু হয় সমালোচনা। ভুল করেছেন বুঝতে পেরে দ্রুতই পোস্টটি সরিয়ে নেন ডেলে। ততক্ষণে দেরি যা হওয়ার হয়ে গেছে। এফএ’র নজরেও চলে আসে ভিডিওটি। আতঙ্ক ছড়ানো আর বর্ণবৈষম্যের দায়ে তাকে দোষী সাব্যস্ত করেছে এফএ।

এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় গুরুত্বপূর্ণ ম্যাচেই ডেলেকে পাবে না টটেনহ্যাম। ১৯ জুন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে খেলা হচ্ছে না তার।

তবে এর পেছনে বন্ধুর ‘বিশ্বাসঘাতকতা’ আছে বলেই মনে করেন আলি। সেই বন্ধু ভিডিও চুরি করে গণমাধ্যমের কাছে বিক্রি করে দিয়েছে বলে দাবি তার।