চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা: আসামে তৈরি হচ্ছে বিশাল কোয়ারেন্টাইন কেন্দ্র

করোনা ভাইরাস আক্রান্তদের আলাদা করে রাখা ও চিকিৎসা সেবা দেওয়ার জন্য ভারতের আসাম রাজ্যে তৈরি করা হচ্ছে একসাথে ৭০০ জনের বিরাট কোয়ারেন্টাইন কেন্দ্র।

রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

তিনি লেখেন: একটি বিরাট কোয়ারান্টাইন কেন্দ্র তৈরি করা হচ্ছে গুয়াহাটির সরুসোজাই স্পোর্টস কমপ্লেক্সে। একসঙ্গে ৭০০ জনকে রাখার ক্ষমতা রয়েছে এই কেন্দ্রের। আজ সকালে সেখানকার প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে গিয়েছিলাম। এক সপ্তাহের মধ্যে এটি প্রস্তুত হয়ে যাবে।

টুইটের সঙ্গে ছবিও শেয়ার করেছেন বিশ্বশর্মা। সেখানে দেখা যাচ্ছে, মাস্ক পরিহিত কর্মীরা বাঁশের কাঠামোর সঙ্গে দড়ি বেঁধে তৈরি করছেন কেন্দ্রটি। দীর্ঘ এ কেন্দ্রটি ইউ শেপের এয়ারক্র্যাফট হ্যাঙ্গারের মতো দেখতে। অর্থাৎ বিমান রাখার বিরাট কেন্দ্রের মতোই বড় হবে কেন্দ্রটি।

নোভেল করোনাভাইরাস প্রতিরোধে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। বন্ধ ট্রেন চলাচল। কেবল কার্গো বিমান ছাড়া বন্ধ সমস্ত বিমানও।

ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭১৮ জন। মারা গেছেন ১৪ জন। সারা বিশ্বে ইতোমধ্যে করোনায় আক্রান্ত ৪ লাখ ৯১ হাজার ২৫৩ জন। মারা গেছেন ২২ হাজার ১৬৫ জন।