চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা: আনুষঙ্গিক খরচে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা

করোনায় ব্যবসা বন্ধ থাকায় দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, ব্যাংক লোন, বিদ্যুৎ ও সার্ভিস চার্জ বিলসহ অন্যান্য আনুষঙ্গিক সব বিলের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

বৃহস্পতিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি একটি বড় সংগঠন। এটি ঢাকা মহানগরে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজ করে। বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যবসায়ীবান্ধব ও প্রধানমন্ত্রী ঘোষিত সিদ্ধান্ত ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে পালন করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সংকটময় পরিস্থিতিতে বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম দুরবস্থায় ভুগছেন। এমতাবস্থায় দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, ব্যাংক লোন, বিদ্যুৎ ও সার্ভিস চার্জ বিলসহ অন্যান্য আনুষঙ্গিক সব বিলের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।