চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায়

শনাক্ত যুক্তরাষ্ট্রে

একদিনে করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য মতে, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯১৭ জন। এই সময়ে সেখানে মৃত্যুবরণ করেছে ৯৬৭ জন।  এনিয়ে সেখানে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৩ কোটি ৮২ লাখ ৩১ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারালো ৬ লাখ ৪৩ হাজারের বেশি।

ইন্দোনেশিয়ায় বিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা দেখা গেছে। একদিনে সেখানে প্রাণ হারিয়েছে ১ হাজার ৪৯২ জন। একদিনে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২২ হাজার ৫৩ জন। এনিয়ে সেখানে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো ৩৯ লাখ ৩০ হাজার ৯০০ জন আর প্রাণ হারালো ১ লাখ ২২ হাজার ৬৩৩ জন।

ব্রাজিলে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।  একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৯৯১ জন আর প্রাণ হারিয়েছে ১ হাজার ৩০ জন। ব্রাজিলে মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো ২ কোটি ৪ লাখ ৯৪ হাজার ২০০ জন আর প্রাণ হারালো ৫ লাখ ৭২ হাজার ৭৩৩ জন।

বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২১ কোটি ৭ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৪৪ লাখ ১৬ হাজার।