চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান

করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান তৌফিক উমর। দেশটির শীর্ষ সারির ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হলেন।

ফুটবল বিশ্বে পাওলো দিবালা, ড্যানিয়েলে রুগানি, ব্লেইস মাতুইদির মতো তারকারা করোনায় আক্রান্ত হলেও ক্রিকেট বিশ্বে থাবা পড়েনি বড় নামে।

তৌফিক এখন আইসোলেশনে আছেন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

২০০০ সালে পাকিস্তানের ব্যাটিংয়ে অপরিহার্য অংশ ছিলেন তৌফিক উমর। ২০০৩ সালে বিশ্বকাপে ভারতের বিপক্ষে সাঈদ আনোয়ারের সঙ্গে ওপেনিং জুটি গড়েছিলেন তিনি।

২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক তার, করেছিলেন ১০৪। ৪৪ টেস্টে করেছেন ২৯৬৩ রান, ২২ ওয়ানডেতে রান ৫০৪। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন তৌফিক।