চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনার বিভিন্ন ধরণকে গ্রীক অক্ষরে নতুন নামকরণ

কোভিড -১৯ এর বিভিন্ন ধরণের জন্য একটি নতুন নামকরণ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  এখন থেকে যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা এবং ভারতের মতো দেশে প্রথমে শনাক্ত করা অতি সংক্রমণশীল করোনাভাইরাসের রূপগুলোকে উল্লেখ করতে গ্রীক অক্ষর ব্যবহার করা হয়েছে।

যেমন যুক্তরাজ্যের রূপটি আলফা, সাউথ আফ্রিকার ধরণটি বিটা এবং ভারতীয় ধরণকে ডেল্টা হিসাবে চিহ্নিত করা হয়েছে। তবে করোনার ধরনের বৈজ্ঞানিক নামে কোনো পরিবর্তন আনা হয়নি।

করোনাভাইরাসের নতুন নামকরণের বিষয়ে ডব্লিউএইচওর কোভিড-১৯বিষয়ক কারিগরি কমিটির প্রধান বলেছেন, করোনার শনাক্ত হওয়া ধরণের নাম নিয়ে কোনো দেশকে কলঙ্কিত করা উচিত নয়।

মে মাসের শুরুর দিকে ভারতে অতিসংক্রমণশীল করোনাভাইরাসের ধরণকে ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে নামকরণ করায় তার সমালোচনা করেছিল ভারত। এরপর এই পদক্ষেপ নিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।