চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনার প্রকোপে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিয়ে বাতিল

করোনা বিধিনিষেধের কারণে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন তার বিয়ে বাতিল করেছেন। রোববার তিনি টেলিভিশনের উপস্থাপক ক্লার্ক গেফোর্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসির খবরে বলা হয়, নিউজিল্যান্ডে ওমিক্রন সংক্রমণের বিস্তাররোধে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিতে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে স্বয়ং প্রধানমন্ত্রীর বিয়ের অনুষ্ঠানও বাতিল করা হলো।

দেশটিতে ১০০ জনের বেশি মানুষের সমাবেশকে নিষিদ্ধ করা হয়েছে। আবশ্যিকভাবে প্রত্যেকেরই ভ্যাকসিন থাকার বাধ্যবাধকতা রাখা হয়েছে। ভ্যাকসিনধারীরা মাস্ক পরে শপিং মল ও গণপরিবহণে চলাচল করতে পারবেন।

এ প্রসঙ্গে জেসিন্ডা বলেন: আমি অন্যদের চেয়ে ভিন্ন কেউ নই। দেশের হাজারও নাগরিক মহামারীর কারণে বিধ্বংসী প্রভাবের মুখে পড়েছে। এ ধরনের দুঃজনক ঘটনা সব কিছুকে ছাপিয়ে যায়।

সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানের পরে নিউজিল্যান্ডে নয় জনের কোভিড শনাক্ত হলে গোষ্ঠীগত সংক্রমণের আশঙ্কা করা হয়। সংক্রমণ এড়াতে রোববার মধ্যরাত থেকে দেশটিতে কঠোর বিধিনিষেধ জারি থাকবে।