চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনার কারণে অর্থনৈতিক সংকটে জাপান

করোনা মহামারীর কারণে অর্থনৈতিক সংকটে পড়েছে জাপান। বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির এ দেশটি বছরের দ্বিতীয় প্রান্তিকে গত বছরের তুলনায় মোট দেশজ উৎপাদন কমেছে ২৭ দশমিক ৮ শতাংশ।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনার আগেই বছরের শুরুতেই সংকটে ছিল জাপানের অর্থনীতিতে। এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধি পূর্বের চেয়ে কমেছে ৭.৮ শতাংশ যা দেশটির ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পতন। এপ্রিল থেকে জুন মাসে জিডিপির এ হ্রাসকে আশঙ্কার অনেক বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা।

দেশটির অর্থনৈতিক এ দুর্দশার অন্যতম কারণ হিসেবে ভোক্তা ব্যয় ব্যাপক কমে যাওয়া এবং রপ্তানি বাণিজ্য হ্রাস পাওয়াকে উল্লেখ করা হয়েছে।  বিশ্বব্যাপী বাণিজ্য মহামারির কবলে পড়ায় রপ্তানিও তীব্র হ্রাস পেয়েছে জাপানে।

নতুন পরিসংখ্যান অনুযায়ী, টানা তিন প্রান্তিকে সংকোচন হয়েছে দেশটির অর্থনীতিতে, যা ১৯৫৫ সালের পর থেকে সবচেয়ে খারাপ অবস্থান। গত বছর বিক্রয় কর ১০ শতাংশ বাড়ানো এবং ঘূর্ণিঝড় হাগিবিসের কারণে অর্থনীতি এ সংকটে পড়ে।

বিশ্লেষকেরা বলছেন, করোনার কারণেই অর্থনৈতিক এ সংকট সৃষ্টি হয়েছে। লকডাউন না থাকলেও বেশির ভাগ মানুষ বাসায় অবস্থান করছে এবং খরচ কমিয়ে দিয়েছে। মে মাসেই লকডাউন উঠিয়ে নিলেও মানুষের মধ্যে করোনার আতঙ্ক রয়েছে। যার প্রভাব পড়েছে অর্থনীতিতে।  

অনেক বিশ্লেষক মনে করেন, সামনের মাসগুলোয় অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। এ জন্য করোনার সংকট মোকাবিলায় অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন করোনা সময়ে অর্থনীতির যে সংকটে পড়েছিল তা কাটিয়ে এপ্রিল-জুনে ৩.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে।