চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: স্থানীয়দের আক্রমণের শিকার হয়ে আহত দুই নারী চিকিৎসক

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে স্থানীয়দের আক্রমণের শিকার হয়েছেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মীরা ওই এলাকায় গিয়েছিলেন সম্ভাব্য করোনা আক্রান্তদের চিহ্নিত করার কাজে। তখন আক্রমণের শিকার হন তারা। এসময় আহত হন দুজন নারী চিকিৎসক।

রাজ্যটির স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, এক বয়স্ক নারীকে হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যেতে ওখানে গিয়েছিলেন তারা। তিনি আরও এক করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। ইন্দোরের তত্পতি বাখালের এই ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে করোনায় আক্রান্ত ৭৫ জন। মধ্যপ্রদেশে করোনা পজিটিভ ৯৯, মারা গিয়েছেন ৬ জন। ইন্দোরে কোয়ারেন্টাইনে আছেন ৬০০ জন।

ইন্দোরের হাসপাতালগুলোকে লাল, হলুদ ও সবুজ হিসাবে ভাগ করা হয়েছে। লাল চিহ্নিতগুলোতে করোনা আক্রান্তদের চিকিৎসা হচ্ছে। হলুদ চিহ্নিতগুলোতে পরীক্ষা হচ্ছে ও প্রয়োজনে করোনা আক্রান্ত রোগীদের নিয়ে যাওয়া হবে। সবুজ চিহ্নিত হাসপাতালে শুধু পরীক্ষা হবে।

ভারতে করোনায় মোট আক্রান্ত ১৯৬৫ জন, মারা গেছেন ৫০ জন।