চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: ফোন করলেই পৌঁছে যাবে ডিএনসিসির ত্রাণ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অসহায়, কর্মহীন, সাময়িক বেকার ও দুস্থ মানুষের কাছে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) দুইটি হটলাইন চালু করেছে।

বৃহস্পতিবার এই হটলাইনগুলো চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএনসিসি।

এতে বলা হয়, ডিএনসিসি এলাকায় বসবাসরত অসহায় ও দুস্থ যে কোনো ব্যক্তি এই হটলাইন দুইটির যে কোনোটিতে ফোন করে ত্রাণসামগ্রী চাইতে পারবেন।

হটলাইন দুইটি সার্বক্ষণিক খোলা আছে। যোগাযোগকারী প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের কাছে যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে ডিএনসিসির পক্ষ থেকে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হবে।

হটলাইনগুলো হচ্ছে: ০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪