চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনাভাইরাস: দেশে ৪২ চিকিৎসকের মৃত্যু

শোককে শক্তিতে পরিণত করার আহ্বান

অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মুখোমুখি যুদ্ধ করছেন। এ সম্মুখ যুদ্ধে তারা পুরো বিশ্বকে পাল্টে দিচ্ছে এই ভাইরাসের ভয়ে দমে যায়নি বরং ভয়কে জয় করে চলেছে। এই প্রাণঘাতী ভাইরাস ইতোমধ্যে দেশে ৪২ জন মেধাবী ডাক্তারের জীবন কেড়ে নিয়েছে।

কোভিড-১৯ জাতীয় পরামর্শক কমিটির সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ সহিদুল্লা লিখিতভাবে এসব তথ্য জানান।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি আরও বলেন, আমরা শহীদ বন্ধুদের শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি। তাদের অপূরণীয় ক্ষতি আর যন্ত্রণাময় অবস্থা অনুভব করে আমরাও অনুভব করছি দেশের শ্রেষ্ঠ সন্তানদের। করোনাযুদ্ধে শহীদ, সামনের সারিতে লড়াই করছেন এমন অন্যান্য পেশাজীবীদের কীর্তিগাঁথাও আমরা স্মরণ করছি। কোভিড-১৯ সংক্রমণে এ পর্যন্ত দেশে ১৩ শতাধিক নাগরিক প্রাণ দিয়েছেন। তাদের আত্মার শান্তি কামনা করছি।

দেশে বিপুলসংখ্যক চিকিৎসক স্বাস্থ্যকর্মী, পেশাজীবী এবং লক্ষাধিক মানুষ কোভিড-১৯ সংক্রমিত হয়ে জীবনের সঙ্গে লড়াই করছেন। তাদের আশু রোগমুক্তি কামনা করে তিনি চিকিৎসক সমাজকে জানান, আসুন আমরা আরও সাহসী হই। প্রয়াত বীরদের ত্যাগ অন্তরে ধারণ করে শোককে শক্তিতে পরিণত করি এবং জাতির সেবায় নিজেদের উৎসর্গ করি।