চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনাভাইরাস: টানা দুদিন সর্বোচ্চ আক্রান্ত ভারতে

বিশ্ব মহামারী করোনাভাইরাসে এক প্রকার পর্যুদস্ত ভারত। আক্রান্তের দিক থেকে বিশ্বের শীর্ষ তিনে থাকা দেশটি শিগগিরই ব্রাজিলকে পেছনে ফেলে দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে যেতে পারে। প্রতিদিনিই বাড়ছে আক্রান্তের হার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, পরপর দুদিন ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড করলো ভারত। গত একদিনে ভারতে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৫০৭, যা একদিনে বিশ্বের সর্বোচ্চ। এর আগেরদিনও সর্বোচ্চ আক্রান্ত ছিলো ভারতের ৬৯ হাজার ১৯৬ জন।

অন্যদিকে করোনাভাইরাসে বিশ্বের শীর্ষ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে গত একদিনে রোগী শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৩৪১ জন, ব্রাজিলে শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৬৮৪ জন।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে ১ হাজার ২৩৪ জন, যুক্তরাষ্ট্রে ১হাজার ৯০ জন ও ভারতে মারা গেছে ৯৮১ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২ লাখ ৬৬ হাজার ৪১১ জন, মারা গেছে ৬ হাজার ১৭৫ জন।

শুক্রবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৭ লাখ ৪৬ হাজার ২৭২ জন, মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৪২৪ জন, ব্রাজিলে মোট শনাক্ত হয়েছে ৩৫ লাখ ৫ হাজার ৯৭ জন এবং মারা গেছে ১ লাখ ১২ হাজার ৪২৩ জন। আর ভারতে মোট শনাক্ত হয়েছে ২৯ লাখ ৪ হাজার ২৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৪ হাজার ৯৭৫ জনের।

বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ১৩৪ জন এবং মোট মারা গেছে ৭ লাখ ৯৬ হাজার ৯৯২ জন।

সারাবিশ্বে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫৫ লাখ ১১ হাজার ৬৬৯ জন মানুষ।