চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: গত সাতদিনে বিশ্বব্যাপী সর্বোচ্চ আক্রান্ত

করোনাভাইরাসে কোনোদিন আক্রান্তের সংখ্যা কিছুটা কম থাকলেও পরের দিনই আবার তা বেড়ে যাচ্ছে। ওয়ার্ল্ডোমিটারের হিসেবে গত সাতদিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আক্রান্ত শনাক্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৩১৮ জন। গত সাতদিনের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ২৮ আগস্ট ২ লাখ ৮৫ হাজার জন। এ পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ৩১ জুলাই, ২ লাখ ৯১ হাজার ৬৯১ জন। সাত দিনে সবচেয়ে কম শনাক্ত করা হয়েছে ৩০ আগস্ট, ২ লাখ ২৩ হাজার মানুষ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৬,৩১৮ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে ১,২১৮ জন। যুক্তরাষ্ট্রে এসময়ে প্রাণ হারিয়েছে ১,০৯০ জন আর ভারতে ১০২৬ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভারতে, ৮২ হাজার ৮৬০ জন । যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৪১ হাজারেরও বেশি মানুষ। আর ব্রাজিলে ৪৮,৬৩২ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ২ কোটি ৬১লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। মৃত্যুবরণ করেছে ৮ লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ আর সুস্থ হয়ে ঘরে ফিছে ১ কোটি ৮৪ লাখেরও বেশি মানুষ।