চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: অস্কার মনোনীত সিনেমাটোগ্রাফারের মৃত্যু

সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনে জড়িত বহু তারকা নির্মাতা, শিল্পী, অভিনেতার প্রাণ কেড়ে নিচ্ছে মরণব্যাধী করোনাভাইরাস। এবার করোনায় প্রাণ গেল বিখ্যাত সিনেমাটোগ্রাফার অ্যালেন ডেভিওর।

পাঁচ বারের এই অস্কার মনোনীত হলিউডের জনপ্রিয় সিনেমাটোগ্রাফারের মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৭ বছর। অ্যালেনের মৃত্যুর খবরটি সিএনএনকে নিশ্চিত করেছেন কারিন মার্টিন।

তিনি জানান, মূলত কোভিড-১৯ সংক্রান্ত জটিলতার কারণেই মৃত্যু হয়েছে অ্যালেনের।

১৯৬৮ সালে অ্যালেন তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবার্গের সঙ্গে। ‘অ্যাম্বলিন’ নামের ওই শর্টফিল্মটির পরিচালক ছিলেন স্পিলবার্গ, আর চিত্রগ্রাহক ছিলেন অ্যালেন। এরপর তাদের পূর্ণদৈর্ঘ্য ছবিতেও একাধিক সময় একসঙ্গে কাজ করতে দেখা গেছে।

এমনকি স্পিলবার্গের বিখ্যাত ছবি ‘ই.টি’র সিনেমাটোগ্রাফিও করেন অ্যালেন।

তার মৃত্যুর পর শোক প্রকাশে করে স্পিলবার্গ লেখেন, অ্যালেন ছিলেন দুর্দান্ত একজন শিল্পী। যার প্রমাণ মিলতো তার বিচক্ষণতা ও প্রতিভার মধ্যদিয়ে।

তিনি মোট পাঁচটি একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। চলচ্চিত্রগুলোর একটি ছিল ‘বাগসি’ এবং অপরটি ছিল ‘অ্যাভালন’। এছাড়াও বাকি তিনটি ছিল যথাক্রমে ‘ডিফেন্ডিং ইওর লাইফ’, ‘দ্য অ্যাস্ট্রোনাটস ওয়াইফ’ এবং ‘ভ্যান হেলসিং’।