চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: একদিনেই সারাবিশ্বে আক্রান্ত দেড় লাখ

একদিনেই বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় দেড় লাখ মানুষ। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৯১৭ জন। আর প্রাণ হারিয়েছেন ৪,৬০৩ জন।

সবদিক দিয়ে আক্রান্তের সংখ্যার দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ছাড়িয়েছে। আর ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ হাজারেরও বেশি। দেশটিতে এই ভাইরাসের কারণে মোট প্রাণ হারিয়েছে ১১ লাখের বেশি মানুষ।

এরপরেই আছে ব্রাজিল ও রাশিয়া, আক্রান্ত যথাক্রমে ৮লাখ ও ৫ লাখ। চতুর্থ অবস্থানে ভারত।

আক্রান্তের সংখ্যার দিক থেকে নতুন রেকর্ড তৈরি করেছে ভারতও। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখের মাইলফলক অতিক্রম করেছে। আর সেখানে মোট মৃত ৮,৪৯৮ জন।

ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী মহারাষ্ট্রে, ১ লাখেরও বেশি। ভারতে একদিনেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩২০ জন আর প্রাণ হারিয়েছে ৩৮৯ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারাবিশ্বে প্রায় ৭৭ লাখ মানুষ এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে। প্রাণ হারিয়েছে ৪ লাখ ২৮ হাজারেরও বেশি জন। সুস্থ হয়েছে প্রায় সাড়ে ৩৯ লাখ মানুষ।