চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনাক্রান্ত চিরঞ্জীবীকে নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। বুধবার (২৬ জানুয়ারি) এক টুইট বার্তায় এ খবর জানান অভিনেতা নিজেই।

টুইটে এই অভিনেতা লেখেন, ‘আমার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। অস্বস্তি শুরু হতেই নুমনা পরীক্ষা করিয়েছিলাম। ফলাফল পজিটিভ।’

একইসঙ্গে এই অভিনেতা জানান, আপাতত তিনি নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া শেষ কয়েক দিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের নমুনা পরীক্ষা করানোর অনুরোধ করেছেন।

চিরঞ্জীবীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তার ভক্তদের মধ্যে। তারা অভিনেতার আরোগ্য কামনা করে পাল্টা টুইটও করেছেন।

গত বছরও কোভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন চিরঞ্জীবী। তবে আক্রান্ত হওয়ার চারদিনের মধ্যে করোনামুক্ত হওয়ার ঘোষণা দেন তিনি। পরে চিরঞ্জীবী অভিযোগ করেন—ত্রুটিযুক্ত টেস্টিং কিট ব্যবহারের কারণে প্রথমবার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছিল।

বর্তমানে চিরঞ্জীবীর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আচার্য’ সিনেমাটি। কোরাতলা শিবা পরিচালিত এই সিনেমায় আরো আছেন রাম চরণ, কাজল আগরওয়াল, পূজা হেগড়ে প্রমুখ। আগামী এপ্রিলে ছবিটি মুক্তির কথা রয়েছে।

এছাড়াও মেহের রমেশ পরিচালিত ‘ভোলা শংকর’, জয়রাম মোহনরাজা পরিচালিত ‘গডফাদার’ এবং ববি পরিচালিত ‘মেগা ১৫৪’ সিনেমায় এই অভিনেতাকে দেখা যাবে।