চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা নেগেটিভ মাহমুদউল্লাহ

আক্রান্ত শনাক্ত হওয়ার ৯ দিনের মাথায় করোনা নেগেটিভ হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার কোভিড-১৯ টেস্ট করান বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক। নেগেটিভ ফল মেলায় বুধবার থেকে অনুশীলন শুরু করবেন তিনি।

২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে মাহমুদউল্লাহ খেলবেন জেমকন খুলনার হয়ে। একই দলে খেলবেন ছোট ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ রাউন্ড খেলার ডাক পেয়েছিলেন মাহমুদউল্লাহ। বিদেশ ভ্রমণের জন্য ৮ নভেম্বর করোনা টেস্ট করালে পজিটিভ হন।

মঙ্গলবার নেগেটিভ হওয়ার খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন টাইগার অলরাউন্ডার।

বাংলাদেশ থেকে ডাক পাওয়া আরেক ক্রিকেটার তামিম ইকবাল খেলছেন টি-টুয়েন্টি আসরটিতে। তার দল লাহোর কালান্দার্স উঠেছে ফাইনালে। মঙ্গলবার রাতেই পিএসএলের ফাইনাল। দুর্ভাগ্য মাহমুদউল্লাহর।