চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনাভাইরাস: নারীর চেয়ে প্রায় চার গুণ বেশি মৃত্যু পুরুষের

করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে দেশে নারীর চেয়ে প্রায় চার গুণ বেশি মৃত্যু হয়েছে পুরুষের।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, এখন পর্যন্ত মৃত এক হাজার ৯৯৭ জনের মধ্যে পুরুষ ১ হাজার ৫৮৭ জন এবং নারী ৪১০ জন। হিসাব করলে দেখা যায়, নারীর তুলনায় পুরুষের মৃত্যু প্রায় চার গুণ বেশি।

গত ২৩ জুন পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি হওয়ার কারণ তুলে ধরেন নাসিমা সুলতানা। সেসময় তিনি বলছিলেন: পুরুষরা আগে থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত বেশি। এর মধ্যে রয়েছে হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ। এছাড়া পুরুষদের জীবনযাপন পদ্ধতিতে ঝুঁকিও থাকে। যেমন- তারা বেশি ধূমপান ও অ্যালকোহল ব্যবহার করেন। এসব কারণে পুরুষরা আক্রান্ত হচ্ছেন বেশি এবং তাদের মৃত্যুঝুঁকিও বেশি। জিনগতভাবে নারীদের ইমিউনিটি বেশি। তাদের ডাবল এক্স ক্রোমোজমের জন্য সুবিধা পেয়ে থাকেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৯৯৭ জন। সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন।